Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোগলহাট ইউনিয়ন ওয়েব পোর্টাল নতুন ভার্সনের কাজ চলমান


শিরোনাম
সরকারী ও বেসরকারীভাবে বিদেশে চাকুরী প্রার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু ২৮/০৯/২০১৩ হইতে ০৪/১০/২০১৩ ইং পর্যন্ত
বিস্তারিত

বিদেশে চাকুরী প্রার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

১নং মোগলহাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সরকারী ও বেসরকারীভাবে বিদেশে চাকুরী প্রার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু ২৮/০৯/২০১৩ হইতে ০৪/১০/২০১৩ ইং পর্যন্ত চলবে। ১৮-৪৫ বছর বয়সী নারী ও পুরুষদের কে যথা সময়ে উপস্থিত থেকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে বলা হইলো। রেজিষ্ট্রেশনের সময়সীমা- সকাল ৯ টা হইতে বিকাল ৫টা পর্যন্ত।

 

প্রার্থীদেরযোগ্যতা নিম্নরুপ:

  • আগ্রহীপ্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর।
  • শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছরহতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর)
  • যেকোনদেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দেরপেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।
  • প্রার্থী সর্বমোট ২০০-এর অধিকট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন।
  • এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মীহিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।

 

রেজিষ্ট্রেশনফি:উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন;মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি। রেজিস্ট্রেশন শেষে বিএমইটি’রমোটটাকাএকত্রেউদ্যোক্তা সরাসরি বিএমইটি’র একাউন্টেBank Account Name: Wage Earner’s Welfare Fund, Account Number:36000969, Sonali Bank, Ramna Corporate Branch, Dhaka)জমা দিয়ে স্লিপটিইউআইএসসিও পিআইএসসি’র উদ্যোক্তারাজেলা প্রশাসনবাউপজেলা নির্বাহী কর্মকর্তারকাছেএবংসিআইএসসি’র উদ্যোক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা/ফোকাল পয়েন্টের কাছেজমাদিবেন,অথবা,যতগুলো আবেদন উদ্যোক্তা গ্রহণ করবেন,প্রতি নাগরিকের বিপরীতে উদ্যোক্তা ১৫০/- টাকা জেলা প্রশাসন/ উপজেলা প্রশাসন/ সিটি কর্পোরেশনেরপ্রধান নির্বাহী কর্মকর্তারকাছে জমা দিবেন যাতে করে তারা বিএমইটি’র একাউন্টে জমা দিতে পারেন।

 

যোগাযোগের ঠিকানাঃ

মোঃ আবুল হোসেন

উদ্যোক্তা

১নং মোগলহাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

লালমনিরহাট সদর।

মোবাইল নং ০১৯৩৯৩০৯৭৮৪

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/09/2013